Home বোনাস শেয়ার/লভ্যাংশ/ডিভিডেন্ট/ইপিএস ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক 

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক 

SHARE
corporatesangbad-bangol
কর্পোরেট সংবাদ

Published: ডিসেম্বর ১৫, ২০১৬ ২০:২৭:২৮
256
0

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ৪টি এজেন্ডা অনুমোদন করে কোম্পানিটি।

বৃহস্পতিবার রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত  হয়। এ সময় ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে এ লভ্যাংশ ঘোষণা দেয় কোম্পানিটি।

প্রসঙ্গত, কোম্পানিটি ২০১৫ সালে ১০ শতাংশ শেয়ার বোনাস ও ২০১৪ সালে ২৩ শতাংশ নগদ লাভ্যাংশ দেয়।

এ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ২০১৩ সালে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হয়। শতভাগ শেয়ারের মধ্যে ৩২.২০ শতাংশ স্পন্সর ও ডিরেক্টরদের ১৮.৮৯ শতাংশ এবং ৪৮.৯১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে।
 

Print Friendly