Home কর্পোরেট সংবাদ কর্পোরেট লীড নিউজ অগ্রণী ব্যাংক লিমিটেড ও প্রাণ -আরএফএল গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

অগ্রণী ব্যাংক লিমিটেড ও প্রাণ -আরএফএল গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

SHARE
SIBL-Logo
MBL-Logo
EBL-Logo-final
Agrani-bank-PRAN-Group
Senior Staff Reporter (M)

Published: আগস্ট ১০, ২০১৭ ১৭:৩১:০৪
105
0

অগ্রণী ব্যাংক লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে দেশব্যাপী ডিষ্ট্রিবিউটরস পেমেন্ট কালেকশন সার্ভিসেস বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ০৯ আগষ্ট,২০১৭ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের ডাইরেক্টর ফাইনান্স উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি অনুসারে সারা দেশে প্রাণ গ্রুপের সকল ধরনের পণ্য সামগ্রী বিক্রির জন্য নিয়োজিত এজেন্টদের মাধ্যমে বিক্রিত অর্থ অন-লাইন সুবিধার মাধ্যমে তাদের কালেকশন হিসাবে অগ্রণী ব্যাংকের সকল শাখা হতে জমা করা হবে। এছাড়া অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জায়েদ বখত,ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, ডিএমডি মোঃ ইসমাইল হোসেন, মোঃ মশিউর আলী, ডিএমডি মোঃ আলী হোসেন প্রধানসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও প্রাণ আরএফএল গ্রুপের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
BD-Lamp-Logo
Phonix-logo-270