Home আর্কাইভ যে কারণে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন না দীপিকা

যে কারণে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন না দীপিকা

দীপিকা
Staff Reporter

Published: 16:35:51
55
0

image_pdfimage_print
বিনোদন ডেস্ক: বিষয়টা আশ্চর্যজনক হলেও সত্যি যে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবির দারুন সাফল্যের পরও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নতুন কোনো ছবিতে এই পর্যন্ত চুক্তিবদ্ধ হননি। দীপিকার এমন আচরন অনেককেই ভাবিয়ে তুলেছে। তাহলে কি দীপিকা চলচ্চিত্র থেকে দূরে সরে যাচ্ছেন-এমন মন্তব্যও করছেন কেউ কেউ।

বলিউডের একটি সূত্র জানিয়েছে,সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবিতে ‘গারবা’ গানের শুটিংয়ের সময় দীপিকা কাঁধ ও ঘাড়ে মারাত্মক ব্যথা পান। এই ব্যথা আবারও বাড়ার কারণে তিনি আপাতত কোনো সিনেমা হাতে নিচ্ছেন না। অন্যদিকে, কেউ কেউ বলছেন, আসলে প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত তিনি কোনো ছবিতে অভিনয় করবেন না।

তবে দীপিকার ঘনিষ্ঠ এক সূত্রে জানা গিয়েছে, ‘দীপিকা ঘাড় ও কাঁধের ব্যথার জন্য এরই মধ্যে চিকিৎসা নিয়েছেন। হয়তো খুব তাড়াতাড়িই তিনি সুস্থ হয়ে যাবেন। আর বিয়ে তার ক্যারিয়ারে কোনো বাঁধা সৃষ্টি করবে না। আসলে দীপিকা নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না কারণ শীর্ষ নায়কদের সঙ্গে বড় বাজেটের কয়েকটি ছবিতে তার অভিনয়ের কথা রয়েছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দীপিকা গতানুগতিক কোনো ছবিতে অভিনয় করতে চান না। তিনি এমন স্ক্রিপ্টের প্রতি আগ্রহী যেখানে নায়কের যেমন গুরুত্ব থাকবে তেমনি তার চরিত্রকেও সমান গুরুত্ব দেওয়া হবে।’

এদিকে আকেটি সূত্র জানিয়েছে, দীপিকা যেরকম পারিশ্রমিক দাবী করছেন অনেক প্রযোজনা সংস্থাই প্রধান নারী চরিত্রের জন্য তা দিতে চাচ্ছেন না। সূত্র আরও বলছে, ‘পদ্মাবত’ সিনেমায় তিনি প্রধান পুরুষ চরিত্রের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু ‘যশরাজ ফিল্মস’ এবং করন জোহরের ‘ধর্মা প্রযোজনা সংস্থা’র মতো বড় হাউসগুলো তাকে ওই পরিমান পারিশ্রমিক দিতে আগ্রহী নন। সূত্র : ডিকেন ক্রনিক্যাল

আরও পড়ুনঃ বিশ্বকাপ ফুটবল নিয়ে খালিদের নতুন গান

সহকারী থেকে নায়িকা!

Print Friendly, PDF & Email

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.