Home bd news সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

DSE-CSE-4.jpg-2-4
Senior Staff Reporter (SM)

Published: 16:33:39
55
0

শেয়ারবাজার: দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। সূত্র: ডিএসই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৩৮৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি ১৩ লাখ টাকা বেশি। গতদিন এ বাজারে ৩৫২ কোটি ০৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির শেয়ার দর
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮১ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৩৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।