Home আর্কাইভ রণবীরের নায়িকা সারা

রণবীরের নায়িকা সারা

Sara
Staff Reporter

Published: 17:57:32
74
0

বিনোদন ডেস্ক: রোহিত শেঠীর নতুন ছবি ‘সিম্বা’তে নায়কের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং এটা অনেকেরই জানা। তবে তার বিপরীতে কে নায়িকা হচ্ছেন এটা নিয়ে বলিউডে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। অবেশেষে জানা গিয়েছে, ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন সাইফ-অমৃতার কন্যা সারা আলী খান।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, এই চরিত্রের জন্য এতদিন অনেকের নাম ভাবা হলেও শেষ পর্যন্ত সারাকে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করলেন রোহিত শেঠী এবং ধর্মা প্রোডাকশন। ‘সিম্বা’ ছবিতে সারাকে নেওয়ার কথা জানানো হয়েছে ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে টুইট করে।

আরও পড়ুনঃ জানেন কি, রানির বিয়েতে কতজন নিমন্ত্রিত ছিলেন?

আরেকটি পোষ্টে সারার প্রশংসা করা হয়েছে ধর্মা প্রডাকশন থেকে। সেখানে বলা হয়েছে, সুন্দর মুখশ্রী, সেই সঙ্গে সুপারস্টার হওয়ার সব শক্তি আছে সারার মধ্যে। মুক্তির আগেই ছবিটিকে ব্লকবাস্টার বলা হচ্ছে। সারার প্রথম ছবি অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’। ছবিটিতে সারার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং। আপাতত ছবিটির শুটিং বন্ধ রয়েছে। তবে এপ্রিলে আবারও ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ সময়ের সাহসী নারী “তিশা”

শাকিব-অপু কলকাতায়

চলচ্চিত্রের নায়িকা মুনমুন এখন সার্কাসের অভিনেত্রী

নিয়মিত কর্পোরেট খবর পেতে নিম্নে দেওয়া SUBSCRIBE অপশন এ আপনার ইমেইল দিয়ে SUBSCRIBE করুন।