Home bd news বিএনপির যুগ্ম মহাসচিব আলালসহ আরও ৫ নেতাকর্মী আটক

বিএনপির যুগ্ম মহাসচিব আলালসহ আরও ৫ নেতাকর্মী আটক

Alal-BNP
Staff Reporter (U)

Published: 14:30:52
80
0

image_pdfimage_print
কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নয়া পল্টনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয় থেকে আরও ৫ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ
এর আগে, দলটির ২০/২৫ নেতাকর্মীকে আটকের অভিযোগ করে বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে এ সময় ১৫/২০ জনের আটকের কথা জানানো হয়।

আরও পড়ুন:বিএনপির ‘কালো পতাকা’ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ, আটক ৩০

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বেলা ১১টায় পূর্ব ঘোষিত দলটির কালো পতাকা কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার সময় হঠাৎ পুলিশ লাঠিচার্জ ও রঙিন পানি নিক্ষেপ শুরু করে। এতে বিএনপির অনেক নেতাকর্মীকে ভিজতে দেখা যায়। এদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন।

পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) পক্ষ থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। বিএনপি আজকের কর্মসূচির জন্য কোনো অনুমতি নেয়নি। তাই এই কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

আরও পড়ুন:কোন পথে নির্বাচনী রাজনীতি

Print Friendly, PDF & Email

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.