Home bd news সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

DSE-CSE-4.jpg-2-4
Senior Staff Reporter (SM)

Published: 16:39:37
31
0

image_pdfimage_print

দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। সূত্র: ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৫০৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ০৩ লাখ টাকা বেশি। গতদিন এ বাজারে ৪৮৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৭ টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৬ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩৫ কোটি ৩৮  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

Print Friendly, PDF & Email