Home আর্কাইভ ডিপজলের চাচ্চু ২’র নায়িকা পরীমণি

ডিপজলের চাচ্চু ২’র নায়িকা পরীমণি

Beximco-Synthetic-Logo
porimoni.
কর্পোরেট সংবাদ

Published: January 11, 2017 21:20:14
349
0

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার প্রযোজনায় এরইমধ্যে ‘এক কোটি টাকা’ ছবির শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন ছটকু আহমেদ ।

এদিকে ‘চাচ্চু ২’ ছবির নির্মাণেরও ঘোষণাও দিয়েছেন ডিপজল। চাচ্চু’র মতো এটিও নির্মাণ করবেন পরিচালক এফ আই মানিক। জানা যায়, ‘এক কোটি টাকা’ ছবির শুটিং শেষ হলে শুরু হবে ‘চাচ্চু ২’ ছবির শুটিং।

এদিকে ‘চাচ্চু ২’ ছবিতে নায়িকা হিসেবে পরীমণিকে চূড়ান্ত করেছেন মানিক। এ প্রসঙ্গে তিনি জানান, কিছুদিনের মধ্যে অফিশিয়ালি চুক্তিপত্রে স্বাক্ষরের কাজটিও সেরে ফেলবো।

‘চাচ্চু ২’তেও অভিনয় করবেন ডিপজল। ২০০৬ সালে মুক্তি পায় ‘চাচ্চু’। ছবিটি ব্লকবাস্টার হিট হয়। এই ছবির মধ্য দিয়ে শাকিব-অপু জুটি ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান শক্ত করেন। দশ বছর পর নির্মিত হতে যাচ্ছে ‘চাচ্চু-২’।

অফিসিয়াল ফেসবুক পেজ

নিয়মিত সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন

Logo
BSCCL-logo