Home খেলাধূলা আগামীকাল ওয়েলিংটনে শুরু হচ্ছে টাইগারদের প্রথম টেস্ট

  আগামীকাল ওয়েলিংটনে শুরু হচ্ছে টাইগারদের প্রথম টেস্ট

  SHARE
  Test-1
  Staff Reporter (U)

  Published: জানুয়ারি ১১, ২০১৭ ১৭:১৬:৪১
  158
  0

  নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মাঠে নামছে বাংলাদেশ। বেসিন রিজার্ভে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায়। এদিকে  চোট নিয়ে এরই মধ্যে ছিটকে গেছেন ইমরুল কায়েস। তামিম ইকবালও এখন পুরোপুরি ফিট নেই। চোট কাটিয়ে মাঠে নামবেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মুস্তাফিজও ফিট নন পুরোপুরি। তবে এবার প্রথমবারের মত টেস্টে অভিষেক হচ্ছে পেসার তাসকিনের। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে দুই দলের মধ্যকার টেস্ট সিরিজটি ড্র হয়। সেবার নিউজিল্যান্ডকে একটি টেস্টেও জিততে দেয়নি। প্রথম টেস্টে চট্টগ্রামে দাপটের সঙ্গে খেলে ড্র করেছে। দ্বিতীয় টেস্টে মিরপুরে বৃষ্টি কারণে ম্যাচটি ড্র হয়। তবে এর আগে হওয়া পাঁচটি টেস্ট সিরিজের সবগুলোই জিতেছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১০ সালে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। একমাত্র টেস্ট ম্যাচে হারে বাংলাদেশ। ২০০১ ও ২০০৮ সালেও দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মোট ১১টি টেস্ট খেলে ৮টিতে হেরেছে। বাকি তিনটিতে ড্র করে বাংলাদেশ।
  Print Friendly