Home bd news দুটি নতুন সেবা নিয়ে এলো এক্সিম ব্যাংক

দুটি নতুন সেবা নিয়ে এলো এক্সিম ব্যাংক

exam bank
Senior Staff Reporter (SM)

Published: 10:58:14
1267
0

দুটি নতুন ব্যাংকিং সেবা উদ্বোধন করল এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম)। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা-সংক্রান্ত ব্যাংকিং সেবা ‘এক্সিম শেফা’ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সেবা ‘এক্সিম ওয়ালেট’-এর উদ্বোধন করেন ব্যাংকের এমডি ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। ‘এক্সিম শেফা’য় আমানতকারী গ্রাহক প্রয়োজন মুহূর্তে ব্যাংক থেকে বিনিয়োগ সুবিধা এবং এক্সিম ব্যাংক হাসপাতালে মূল্যছাড় পাবেন। অন্যদিকে ব্যাংকের নিজস্ব কর্মকর্তাদের দ্বারা উদ্ভাবিত দেশের প্রথম মোবাইল অ্যাপ ‘এক্সিম ওয়ালেট’ দিয়ে ব্যবহারকারী যে কোনো মুহূর্তে ফান্ড ট্রান্সফার সুবিধাসহ স্টেটমেন্ট গ্রহণ, ব্যাংকের শাখা ও এটিএমের অবস্থান জানতে পারবেন। বিজ্ঞপ্তি