Home কর্পোরেট সংবাদ বিআইএএ’র নতুন প্রেসিডেন্ট মুহাম্মদ আইয়ুব

  বিআইএএ’র নতুন প্রেসিডেন্ট মুহাম্মদ আইয়ুব

  SHARE
  Staff Reporter (U)

  Published: জানুয়ারি ৫, ২০১৭ ১৮:২৫:০৬
  217
  0

  বাংলাদেশ ইনডেনটিং এজেন্টস্ অ্যাসোসিয়েশনের (বিআইএএ) নতুন প্রেসিডেন্ট মুহাম্মদ আইয়ুব। সম্প্রতি ঢাকা ক্লাবের স্যামসন এইস চৌধুরী সেন্টারে বাংলাদেশ ইনডেনটিং এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এমএসআই দস্তগীর, ভাইস-প্রেসিডেন্ট মো. আনোয়ারুল গণি এবং বাহাদুর ব্যাপারী এশারত হোসেন, মো. আলতাফ হোসেন বিশ্বাস, মো. আবদুস সালাম, মি. দীপক কুমার বড়াল, মো. আবদুল্লাহ আল মাহমুদ, আল মাহমুদ মঈনুল হক, এম কামাল উদ্দিন, এসএম সেলিম রেজা, মো. নুরুজ্জামান, কেএমএন মঞ্জুরুল হক, ডা. এসএম জগলুল এ মজুমদার, ফরিদ আহমেদ, মোহাম্মদ আরফান, মো. আসাদুল্লাহ, কাজী আবদুস সালাম, মো. মনির হোসেন ও একেএম আজাদ পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন।
  Print Friendly