Home প্রেস রিলিজ ল্যাবএইড ও ডিক্যাবের করপোরেট চুক্তি স্বাক্ষরিত

  ল্যাবএইড ও ডিক্যাবের করপোরেট চুক্তি স্বাক্ষরিত

  SHARE
  Lab-Aid-Decab
  Senior Staff Reporter (M)

  Published: জানুয়ারি ৫, ২০১৭ ১১:০৩:১৯
  196
  0

  ল্যাবএইড গ্রুপ ও ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ল্যাবএইড হাসপাতালের সিওও আল ইমরান চৌধুরী, হেড অব করপোরেট সার্ভিসেস সাইফুর রহমান লেনিন এবং ডিক্যাবের প্রেসিডেন্ট আঙ্গুর নাহার মন্টি ও জেনারেল সেক্রেটারি পান্থ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। এর ফলে ডিক্যাব সদস্যরা বিশেষ ছাড়কৃত মূল্যে ল্যাবএইডের চিকিৎসাসেবা পাবেন। বিজ্ঞপ্তি
  Print Friendly