Home কর্পোরেট সংবাদ কর্পোরেট কর্তৃপক্ষ ১৮ বছর বয়স হলেই ই-টিআইএন বাধ্যতামূলক

১৮ বছর বয়স হলেই ই-টিআইএন বাধ্যতামূলক

SHARE
Rajosho-bovon
Staff Reporter (U)

Published: জানুয়ারি ৪, ২০১৭ ১৮:২৭:১৬
500
0

১৮ বছর বয়সের সব ব্যক্তিকে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) গ্রহণ করতে হবে। এসব ব্যক্তির মধ্যে যাদের আয় রাজস্বসীমায় আছে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং অবশ্যই কর দিতে হবে। এ জন্য সবার সহযোগিতা চেয়েছে এনবিআর। গতকাল বাংলাদেশ ব্যাংক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), যৌথ মূলধনী কম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি), জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, পেটেন্ট, ডিজাইন ও ট্রের্ড মার্কস অধিদপ্তর, ইন্টেলেকচুুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইপিএবি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংলাপে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসব কথা বলেন। এ সময় এনবিআরের কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা এবং ভ্যাট সংগ্রহে জনগণকে উৎসাহিত ও উদ্ধুদ্ধ করতে তিনটি টিভি কমার্শিয়াল দেখানো হয়। সংলাপে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও ক্যাবের সভাপতি গোলাম রহমান, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আহম্মদ আলী, আরজেএসসির মো. আবদুল হাই, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন, আইপিএবি ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুর রহমান, এনবিআর সদস্যসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতারা কর প্রদানের ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি উৎসাহিত ও উদ্বুদ্ধ। যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ই-টিআইএন নিবন্ধন ইতিমধ্যে ২৬ লাখ ৩০ হাজার পেরিয়ে গেছে। অর্থনৈতিকভাবে সক্ষম সবাইকে ই-টিআইএন নিতে হবে।
Print Friendly