Home প্রেস রিলিজ রাবির সঙ্গে অগ্রণী ব্যাংকের শত কোটি টাকার চুক্তি

  রাবির সঙ্গে অগ্রণী ব্যাংকের শত কোটি টাকার চুক্তি

  Beximco-Synthetic-Logo
  rabi
  Staff Reporter (U)

  Published: January 3, 2017 13:28:08
  276
  0

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও অগ্রণী ব্যাংক লিমিটেডের মধ্যে ১০০ কোটি টাকার করপোরেট ঋণ চুক্তি সই হয়েছে। এ ঋণ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা থেকে সরল সুদে দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য ঋণ গ্রহণ করতে পারবেন। সোমবার প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। চুক্তির সমঝোতাপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও অগ্রণী ব্যাংকের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক বজলুর রশিদ সই করেন। পরে ব্যাংকের রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক এসএম নূরুল আহসান ভাইস চ্যান্সেলর অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান, অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক তৌফিকুল ইসলাম ও রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

  অফিসিয়াল ফেসবুক পেজ

  নিয়মিত সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন

  Logo
  BSCCL-logo