26 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
সারাদেশ-টুকিটাকি

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশের ন্যায় গাজীপুরেও বিট পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরের টঙ্গীতে মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে ৫৭টি ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ড এলাকায় সকাল ১০টায় একযুগে এ বিট পুলিশিং সমাবেশ উদ্বোধন করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লৎফুল কবির সহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অন্যদিকে কোনাবাড়ী থানা সংশ্লিষ্ট সকল ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ন্যায় বিট পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও এসব সমাবেশে যোগ দেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাডাকার্ড নিয়ে জনসাধারণকে নিপীড়নের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার।


আরো খবর »

টানা বর্ষণে বিপর্যস্ত পটুয়াখালীর জনজীবন

উজ্জ্বল

হরিণাকুন্ডুতে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

উজ্জ্বল

কোনাবাড়িতে ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

উজ্জ্বল