26 C
Dhaka
অক্টোবর ২৪, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
জানা অজানা

বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলো

ডেস্ক রির্পোট : বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপির তুলনায় বিশ্বের কোন মুদ্রা সবচেয়ে দামী তা জেনে নিন।

১. মার্কিন ডলার
বাংলাদেশি মুদ্রায় এক মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ৮৪.৭৮ টাকা আর ভারতীয় মুদ্রায় ৭৩.৭০ রুপি।

২. সুইস ফ্রাঙ্ক
বাংলাদেশি মুদ্রায় এক সুইস ফ্রাঙ্কের বিনিময় মূল্য প্রায় ৯১.২৬ আর ভারতীয় মুদ্রায় ৭৯.৩৩ রুপি।

৩. ইউরো
বাংলাদেশি মুদ্রায় এক ইউরোর বিনিময় মূল্য প্রায় ৯৮.৬১ টাকা আর ভারতীয় মুদ্রায় ৮৫.৭২ রুপি। ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো ‘ইউরোজোন’এর সদস্য, তাদের মুদ্রা এই ইউরো।

৪. কেইম্যান আইল্যান্ডস ডলার
ক্যারিবিয়ান সমুদ্রে অবস্থিত ব্রিটিশ সায়ত্ত্বশাসিত অঞ্চল কেইম্যান দ্বীপপুঞ্জের রয়েছে নিজস্ব মুদ্রা। বাংলাদেশি মুদ্রায় কেইম্যান আইল্যান্ডস ডলারের বিনিময় মূল্য ১০১.৭১ টাকা আর ভারতীয় মুদ্রায় ৮৮.৪৭ রুপি।

৫. ব্রিটিশ পাউন্ড
বাংলাদেশি মুদ্রায় এক ব্রিটিশ পাউন্ডের বিনিময় মূল্য ১০৮.০৫ টাকা আর ভারতীয় মুদ্রায় ৯৩.৯৩ রুপি।

৬. জর্ডান দিনার
বাংলাদেশি মুদ্রায় জর্ডানের এক দিনারের বিনিময় মূল্য ১১৯.৫৭ টাকা আর ভারতীয় মুদ্রায় তার মূল্য দাঁড়ায় ১০৩.৯৫ রুপি।

৭. ওমানি রিয়াল
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের এই মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় মূল্য খুব চড়া। বাংলাদেশি মুদ্রায় এক ওমানি রিয়ালের জন্য দিতে হয় ২২০.২০ টাকা আর ভারতীয় মুদ্রায় দিতে হয় ১৯১.৪৩ রুপি।

৮. বাহরাইনি দিনার
বাহরিনের মুদ্রার নাম দিনার, যা এই অঞ্চলের অন্যতম দামী মুদ্রা। বাংলাদেশি মুদ্রায় বাহরাইনের এক দিনারের বিনিময় মূল্য ২২৪.৭৮ টাকা আর ভারতীয় মুদ্রায় ১৯৫.৪১ রুপি।

৯. কুয়েতি দিনার
কুয়েতের দিনার মধ্যপ্রাচ্যের সবচেয়ে দামি মুদ্রা। প্রতি কুয়েতি দিনারের জন্য বাংলাদেশি মুদ্রায় দিতে হয় ২৭৬.৬৩ টাকা আর ভারতীয় মুদ্রায় তার চেয়ে কিছুটা কম ২৪০.৪৯ রুপি।

উল্লেখ্য, এই বিনিময় হার গত ২৬ সেপ্টেম্বরের। সূত্র: ডয়েচে ভেলে।


আরো খবর »

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া ও ব্যবহারের যেসব নিয়ম চালু আছে দেশে

উজ্জ্বল

২১ অক্টোবর: ইতিহাসে আজকের এই দিনে

Fahim Shaon

অনলাইনে এনআইডির পুরনো ছবি বদলাবেন যেভাবে

উজ্জ্বল