27 C
Dhaka
অক্টোবর ২৭, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

মিস্টার বিন হিটলার হয়ে আসছেন

বিনোদন ডেস্ক : গত বছর শেষ হয়েছে পঞ্চম সিজন। এরপর বেশ লম্বা সময় বিরতি দিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। তবে আসন্ন ষষ্ঠ সিরিজে দর্শকের জন্য রয়েছে বেশ বড় ধরনের চমক।

জনপ্রিয় অভিনেতা মিস্টার বিন’খ্যাত উইল রোয়ান অ্যাটকিনসনকে হিটলার বেশে দেখা যেতে পারে এখানে।

মার্কিন বিনোদন ভিত্তিক পোর্টাল এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইংরেজ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনকে হিটলার চরিত্রে দেখা যেতে পারে সিরিজটিতে। সিরিজটির পঞ্চম মৌসুম শেষ হওয়ার পরই টমি তার পরের সিজনে একজন ফ্যাসিবাদি রাজনীতিবিদ হিটলার হিসেবে অ্যাটকিনসনকে নেওয়ার কথা চিন্তা করছিলেন। সবকিছু ঠিক মতো মিলে যাওয়ার কারণেই তাকে এবারের কিস্তিতে সংযুক্ত করা হয়েছে। যদিও সিরিজটির সঙ্গে সম্পর্কিত কেউ এই ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

প্রসঙ্গত, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে সিরিজটির প্রথম পর্ব প্রকাশ করে বিবিসি। এ পর্যন্ত সিরিজটির ৫টি সিজন বের হয়েছে। সর্বশেষ সিজন বের হয় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। প্রতিটি সিজনে রয়েছে এক ঘণ্টা করে ৬টি পর্ব। সিরিজটি তৈরি করেছে সেভেন নাইট।


আরো খবর »

আজ নায়ক রিয়াজের জন্মদিন

Tanvina

ফের সৌমিত্রের অবস্থা সঙ্কটজনক

Tanvina

কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেফতার

উজ্জ্বল