26 C
Dhaka
অক্টোবর ২৪, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

এবার মাদক মামলায় যোগ হয়েছে দীপিকার নাম

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকের যোগ রয়েছে কিনা তা তদন্ত করছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। শুরুতে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম জড়ালেও এখন এর সঙ্গে যোগ হচ্ছে একাধিক বলিউড তারকার নাম। এর আগে এই ঘটনায় সারা আলী খান ও রাকুল প্রীত সিংয়ের নাম শোনা গিয়েছিল।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) মাদক কাণ্ডে যোগ হয়েছে দীপিকার নাম। অভিযোগ উঠেছে, ২০১৭ সালে এই অভিনেত্রী তার ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে মাদক নিয়ে হোয়াটস অ্যাপে আলোচনা করেছেন। সম্প্রতি এই আলাপচারিতা ইন্টারনেটে ফাঁস হয়েছে। এতে ডি ও কে নামের দুই ব্যক্তির মধ্যে মাদক নিয়ে একাধিক কথা চালাচালি হতে দেখা যায়। পরবর্তীতে জানা যায়, ডি নামের ব্যক্তি দীপিকা। অন্যদিকে কে নামের ব্যক্তিটি কারিশমা।

টাইমস নাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে কারিশমা প্রকাশকে তলব করেছে এনসিবি। খুব শিগগির দীপিকাকেও ডাকা হবে।

মাদক কাণ্ডে বর্তমানে জেল হেফাজতে আছেন রিয়া চক্রবর্তী। গত ৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে এনসিবি।তার ১৪ দিনের জেল হেফাজত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শেষ হবে।


আরো খবর »

প্রযোজক শরীফউদ্দীন খান দীপু আর নেই

উজ্জ্বল

নামাজ পড়তে না পাড়ায় অভিনয় ছাড়লেন নায়িকা মুক্তি

Fahim Shaon

পুরস্কারের তালিকায় হৃত্বিকের ‘সুপার ৩০’ সিনেমা

Tanvina