27 C
Dhaka
অক্টোবর ২৭, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
কর্পোরেট সংবাদ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড প্রোপার্টি সল্যুশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট সংবাদ ডেস্ক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ইউনাইটেড প্রোপার্টি সল্যুশন লিমিটেড (ইউপিএসএল)-এর মধ্যেসম্প্রতি ইউনাইটেড হাউস, মাদানি অ্যাভিনিউ, ইউনাইটেড সিটি, ঢাকায় একটিসমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায়, ইউনাইটেড প্রোপার্টি সল্যুশন লিমিটেড (ইউপিএসএল)-এর গ্রাহকবৃন্দ ৫০% হ্রাসকৃত প্রসেসিং ফি-তে এমটিবি হোম লোন সুবিধা গ্রহণ করতে পারবেন এবং এমটিবি’র গ্রাহকবৃন্দও, একইভাবে, ইউনাইটেড প্রোপার্টি সল্যুশন লিমিটেড (ইউপিএসএল)-এর এ্যাপার্টমেন্ট বিশেষ হ্রাসকৃত মূল্যে ক্রয় করতে পারবেন।

শেখ ফারুক হোসেস, পরিচালক, বিক্রয় ও বিপণন, ইউনাইটেড প্রোপার্টি সল্যুশন লিমিটেড (ইউপিএসএল) এবং তৌফিকুল আলম চৌধুরী, হেড অববিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপ-এর সহযোগীপরিচালক, নিজামুদ্দিন হাসান রশীদ,ইউনাইটেড প্রোপার্টি সল্যুশনলিমিটেড (ইউপিএসএল)-এর প্রধান নির্বাহী, নাজমুল হাসান এবং এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর »

ইউসিবি’র ‘এএমএল এন্ড কমব্যাটিং দি ফিন্যান্সিং অফ টেররিজম’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ

Tanvina

এমটিবি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Tanvina

বিসিএস সদস্যদের বিনা জামানতে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দিবে ব্র্যাক ব্যাংক

Tanvina