28 C
Dhaka
অগাস্ট ১০, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
খেলাধূলা শিরোনাম শীর্ষ সংবাদ

সিরি আ নিশ্চিতে মাঠে নামছে জুভেন্টাস

ডেস্ক রিপোর্ট: সিরিআ’র ট্রফিটা এরইমধ্যে নিজেদের শোকেসে তুলে ফেলেছে জুভেন্টাস। এ নিয়ে রেকর্ড টানা নবমবারের মতো সিরিআ জিতলো দলটি। রোমার বিপক্ষে রবিবারের ম্যাচটা কেবলই নিয়ম রক্ষার। তাই তো দলের সেরা তারকাকে ক্রিস্টিয়ানো রোনালদোতে নিয়ে কোন ধরণের ঝুঁকি নিতে চান না কোচ মৌরিজিও সারি।

চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারদের একজন সিআরসেভেন। মৌসুমে এখন পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে ফেলেছেন ৩৫ বছর বয়সী রোনালদো। গোল করেছেন ৩৫টি। এরমধ্যে লিগে গোল করেছেন ৩১টি। তার সামনে সুযোগ ছিল ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার গোল্ডেন সু জয়ের। তবে এই ম্যাচে যেহেতু খেলছেন না তাই আপাতত সেই সম্ভাবনা বাদ।

৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে অলিম্পিক লিঁওর মুখোমুখি হবে জুভেন্টাস। গেল ম্যাচে ইনজুরিতে পড়ায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অনিশ্চিত দলের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তাই তো রোনালদোকে নিয়েও আর ঝুঁকি নিতে চান না কোচ মৌরিজিও সারি।


আরো খবর »

লাভজনক প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন না শিক্ষকরা

**

সাধারণ বীমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

**

সুপারস্টার মহেশ বাবুর জন্মদিনে ওয়ার্নারের শুভেচ্ছা

উজ্জ্বল