30 C
Dhaka
অগাস্ট ৫, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
জাতীয় শিরোনাম শীর্ষ সংবাদ

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঢাকা উওর ও দক্ষিণ সিটি করপোরেশনের সাড়ে ১৭ হাজার কর্মী এ কাজে নিয়োজিত রয়েছে।

দুপুর থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বর্জ্য সরিয়ে নেয়ার পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। বর্জ্য অপসারণের জন্য তিন শতাধিক যানবাহন কাজ করছে। এছাড়া ১২টি পানির গাড়ি দিয়ে স্যাভলন ও ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, কোরবানীর ১০ হাজার টন বর্জ্য সরিয়ে নিতে ২৫৬টি স্থান চিহ্নিত করে দেওয়া হয়েছে। এবারও ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি।

বর্জ্য অপসারণ কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করতে সকাল থেকেই ডিএনসিসি’র ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ দুপুর দুইটা থেকে শুরু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ কর্মসূচিতে সাড়ে পাঁচ হাজার টন বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। কর্মসূচি সফল করতে পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী সবার ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন এলাকায় বর্জ্য সংরক্ষণের জন্য প্রায় ১ লাখ বিশেষ ধরনের ব্যাগ বিতরণ করা হয়েছে।


আরো খবর »

শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ

*

স্লো মোবাইলে গতি ফেরাতে যা করবেন

**

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব জমিতে স্থানান্তরের নির্দেশ

**