30 C
Dhaka
অগাস্ট ৫, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
জাতীয় শিরোনাম শীর্ষ সংবাদ

এমপি এমএ মতিন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) এমএ মতিন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুভাষ চন্দ্র সরকার।

তিনি বলেন, গত বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার ফলাফল পজিটিভ আসে বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে জানানো হয়।

সংসদ সদস্য এমএ মতিন জানান, তার কোনো উপসর্গ ছিল না। যেহেতু তিনি মানুষজনের দেখা-সাক্ষাৎ করেন, তাই নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ বলে তাকে জানানো হয়।

শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য এমপি এমএ মতিন ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি কুড়িগ্রামের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আরো খবর »

শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ

*

স্লো মোবাইলে গতি ফেরাতে যা করবেন

**

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব জমিতে স্থানান্তরের নির্দেশ

**