30 C
Dhaka
জুলাই ১৩, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
জাতীয় শিরোনাম শীর্ষ সংবাদ

ষাটোর্ধ্বদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ: তাপস

নিজস্ব প্রতিবেদক: কোরবানির পশুর হাটে ষাটোর্ধ্ব ব্যক্তিদের না যেতে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা-২০২০ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত সভায় মেয়র তাপস এই আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি যে, ষাটোর্ধ্ব যাঁরা আছেন, তাঁরা করোনাভাইরাসে বেশি আক্রান্ত হন। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তিরা কোরবানির পশুর হাটে যেন না যান।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র ঈদুল আজহা একটি বড় উৎসব। কিন্তু এবারের ঈদ যেহেতু করোনাভাইরাস সংক্রমণের সময় তাই উৎসব উদযাপনের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’

এ সময় সঠিকভাবে পশুর হাট পরিচালনার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করে মেয়র তাপস আরো বলেন, ‘করোনা মহামারীকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই। তাই, যারা কোরবানির পশুর হাটে যাবেন তারা যেন মাস্ক, হ্যান্ড-গ্লাভস পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাটে যান সেই অনুরোধ করছি। পাশাপাশি, বিদ্যমান স্বাস্থ্যবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে করোনাকালীন এই কোরবানির পশুর হাট পরিচালনার জন্য ডিএসসিসিও আলাদা করে স্বাস্থ্যবিধি তৈরি করছে।’


আরো খবর »

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আর নেই

উজ্জ্বল

ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মার পানি সমতল বৃদ্ধি পাচ্ছে

*

কবিরা ও ছগিরা গুনাহের পরিচয়

**