29 C
Dhaka
জুলাই ৪, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
রাজনীতি শিরোনাম শীর্ষ সংবাদ

করোনার মারা গেছেন সাবেক সাংসদ শাহজাহান তালুকদার

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহজাহান তালুকদার। আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

বিষয়টি জাতীয় পার্টি চেয়ারম্যারের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী নিশ্চিত করেছেন।

শাহজাহান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোহাম্মদ কাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘প্রয়াত শাহজাহান তালুকদার ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত অনুরাগী। গণমানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি। হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান অক্ষয় হয়ে থাকবে। শাহজাহান তালুকদার-এর মৃত্যুতে জাতীয় পার্টি এক আদর্শবান নেতাকে হারাল।’

মৃত্যুকালে শাহজাহান তালুকদার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


আরো খবর »

করোনায় নারীর চেয়ে পুরুষের মৃত্যুহার বেশি

*

করোনা পরীক্ষায় ফি বাতিলের দাবি বিএনপির

*

ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

উজ্জ্বল