29 C
Dhaka
জুলাই ৭, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি

আপত্তিকর টিকটক ভিডিও মুছে দিচ্ছে গুগল

স্মার্টফোন

ডেস্ক রির্পোট : রাতারাতি টিকটকের রেটিং পয়েন্ট ৪-৫ থেকে ১.২ এ নেমে আসার জেরে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে গুগল। জানা গেছে, গুগল তার প্লে স্টোর থেকে কয়েক মিলিয়ন নেতিবাচক টিকটক ভিডিও মুছে দিয়েছে।

বিশেষ করে ভারতের একজন টিকটক সেলিব্রেটির কারণে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ফায়জাল সিদ্দিকি নামে একজন টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে তিনি একজন নারীকে এসিড মারেন। আসলে তিনি পানি ছুঁড়ে মেরেছিলেন। কিন্তু মেকআপরে সাহায্যে এসিড নিক্ষেপ করার পরের ক্ষত দেখানো হয়েছে এক নারীর মুখে। আর তা নিয়ে সমালোচনা শুরু হয়।

আপত্তিকর টিকটক ভিডিও মুছে দিচ্ছে গুগল

পরে ফয়জাল সিদ্দিকির ভিডিও মুছে দেয় গুগল। এর জেরে ফয়জাল ক্ষমা চেয়ে পোস্টও দেন।

টিকটকের মুখপাত্র বলেন, যা অন্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে, সে ধরনের আধেয় আমরা রাখবো না। শারীরিকভাবে কাউকে আঘাত করা এবং বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা দেখানো আমাদের নীতিমালার সঙ্গে যায় না।

তিনি আরো বলেন, যারা আমাদের নীতিমালা লঙ্ঘন করবেন, তাদের কনটেন্ট মুছে দেওয়া হবে, সেই অ্যাকাউন্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থা পদক্ষেপ নিতে পারবে। সূত্র : বিবিসি।


আরো খবর »

উন্নত প্রযুক্তির ৫ ক্যামেরার ফোন আনছে টেকনো

উজ্জ্বল

শিশুদের অনলাইন ক্লাসের নতুন অ্যাপ ‘ম্যাসেঞ্জার ফর কিডস’

উজ্জ্বল

মহাকাশ থেকে পৃথিবীর দিনরাতের আশ্চর্যজনক ছবি প্রকাশ

উজ্জ্বল