29 C
Dhaka
জুলাই ৭, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

সালামান খানের সহ-অভিনেতা বাঘেল মারা গেছেন

বিনোদন ডেস্ক : মারা গেলেন বলিউডের অভিনেতা মোহিত বাঘেল। শনিবার (২৩ মে) উত্তরপ্রদেশের মথুরায় মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ২৭ বছর। সালমান খান অভিনীত ‘রেডি’ সিনেমায় অমর চৌধুরির চরিত্রে অভিনয় করে সাড়ে ফেলেছিলেন এই অভিনেতা।

জানা গেছে, দীর্ঘ দিন থেকেই এই অভিনেতা ক্যান্সারে ভুগছিলেন। হঠাৎ এই অল্প বয়সে সবাইকে ছেড়ে চির বিদায় নিলেন মোহিত বাঘেল। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

মোহিতের মৃত্যুর খবরে শোক জানিয়ে পরিণীতি চোপড়া টুইট করে লিখছেন, ‘একটা সুন্দর মানুষর সঙ্গে কাজ করেছি। হাশিখুশি, ইতিবাচক এবং সর্বদা অনুপ্রাণিত একটা মানুষ। তোমাকে অনেক ভালোবাসি মোহিত। তোমার আত্মার শান্তি কামনা করি।’

নির্মাতা রাজ শান্ডিল্য গণমাধ্যামকে বলেন, ‘খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল ছেলেটা। বিগত ছয় মাস ধরে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিল মোহিত। ১৫ মে তার সঙ্গে আমার কথা হয়। শুনেছিলাম সে ভালো হয়ে উঠছে। এভাবে আমাদের ছেড়ে যাবে বুঝতে পারিনি।’

মোহিত বাঘেল অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আরও আছে ‘এক্কিস টোপ্পোন কি সালামি’ ও ‘গলি গলি চোর হ্যয়’।


আরো খবর »

সন্তানরা ফেরার পর এন্ড্রু কিশোরের শেষকৃত্য

উজ্জ্বল

এন্ড্রু কিশোর আর নেই

*

সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার প্রকাশ

উজ্জ্বল