29 C
Dhaka
জুলাই ৪, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
খেলাধূলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান হরভজন সিং

স্পোর্টস ডেস্ক : তারকাদের প্রায়ই বলতে শোনা যায় একটা কথা, ফর্ম থাকলে যে কোনও খেলাতেই স্বচ্ছন্দে খেলে যেতে পারেন সেখানে বয়স গৌন হয়ে যায়। ভারতীয় দলের জার্সিতে আরও একবার বাইশ গজে নামতে চান হরভজন সিং। ৪০ ছুঁই ছুঁই ভাজ্জির যুক্তি আইপিএলে খেলতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারব।

হরভজন সিং বলেন, ” আমি যদি আইপিএল-এ ভালো পারফরম্যান্স করতে পারি, তাহলে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলতে পারব। আইপিএলে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে হয় তাকে। আর সেখানে সফল হলে আন্তর্জাতিক স্তরে না খেলার কোনও কারণ তো নেই।” হরভজনের এই যুক্তিকেই বিশেষজ্ঞরা বলছেন, যে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ভাজ্জি।

পাশাপাশি হরভজন সিং আরও বলেন যে নির্বাচকরা আর তাঁর দিকে নজর দেয় না। কারণ তাঁরা ভাবেন যে আমার বয়স হয়ে গিয়েছে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিলেন হরভজন সিং। ২০১৬ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের হয়ে শেষবার টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেন ভাজ্জি।


আরো খবর »

বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে যা বললো আইসিসি

উজ্জ্বল

আবারও করোনা পজিটিভ মাশরাফি

উজ্জ্বল

“আমরা ভণ্ড জাতি, তাই এদেশে কোনও জ্ঞানী মানুষ জন্মায় না” : পেসার রুবেল

উজ্জ্বল