29 C
Dhaka
জুলাই ৪, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা কিরণ কুমার

বিনোদন ডেস্ক : ​করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা কিরণ কুমার। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনই জানিয়েছেন অভিনেতা নিজে।

রিপোর্টে প্রকাশ, কোভিড ১৯-এর উপসর্গ দেখা দেওয়ায় গত ১৪ মে থেকে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। কিরণ কুমারের সঙ্গে তাঁর পরিবারও কোয়ারেন্টিনে রয়েছেন বলে অভিনেতা জানিয়েছেন। তবে কোভিড উপসর্গ দেখা দেওয়ার পরও জ্বর বা গলা ব্যাথা কোনও উপসর্গই নেই। ফলে বাড়িতে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। করোনা পজিটিভ হওয়ার পর ১০ দিন কেটে গিয়েছে, তাও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই বলে জানান কিরণ কুমার।

তেজাব থেকে খুদা গাওয়া কিংবা ধড়কন, বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় দাপটে অভিনয় করেন কিরণ কুমার। একাধিক ধারাবাহিকেও দেখা মিলিছে তাঁর।

এদিকে কণিকা কাপুর থেকে করিমা মোরানি, জোয়া মোরানি কিংবা সাজা মোরানি, বলিউডের বেশ কয়েকজন সেলেবের শরীরে পরপর কোভিড উপসর্গ দেখা যায়। তবে উপযুক্ত চিকিতসার পর প্রত্যেকেই তাঁরা ভাল আছেন বলে খবর।


আরো খবর »

শাহরুখ খানকে যে কারণে চড় মেরেছিলেন সরোজ খান

Tanvina

গানের প্রতিভা অন্বেষণে নামছে ‘ধ্রুব মিউজিক আমার গান’

Tanvina

পশ্চিমবঙ্গের অভিনেত্রী লকেট চ্যাটার্জি করোনায় আক্রান্ত 

Tanvina