28 C
Dhaka
মার্চ ৩০, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
অর্থ-বাণিজ্য আর্কাইভ

ছুটিতেও খোলা শিল্প কারখানা

কর্পোরেট সংবাদ ডেস্ক: সাধারণ ছুটি ঘোষণা করা হলেও দেশের শিল্প কারখানাগুলো খোলা আছে, সেখানে উৎপাদনও চলছে। তবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা মেনে উৎপাদন চলছে।

করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক ব্যবস্থা নিতে সরকার ৪ এপ্রিল পর্যন্ত দশ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে এই সময়ে জরুরী প্রয়োজনে অফিস ঔষধ, খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্প কারখানা, প্রতিষ্ঠান, বাজার, দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে।

সরকারি-বেসরকারি কারখানা খোলা রয়েছে এবং উৎপাদন চলছে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুল হালিম। এসব কারখানায় স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে, ইপিজিডের অনেক কারখানায় বিদেশী ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হওয়ায় অনেক কারখানায় স্থবিরতা বিরাজ করছে। তাই এসব কারখানা বন্ধের পক্ষে মালিকরা। ইপিজিডের নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বেপজার মুখপাত্র ও মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর জানিয়েছেন, এসব কারখানা মালিকরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।

দেশের আটটি ইপিজেডে কাজ করেন অন্তত সাড়ে পাঁচ লাখের মত কর্মী।


আরো খবর »

শরীরে করোনাভাইরাস সক্রিয় হলে কোনও স্বাদ বা গন্ধই পান না আক্রান্তরা!

উজ্জ্বল

সংকট মোকাবিলায় সরকার ও গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে কাজ করবে: তথ্যমন্ত্রী

*

মসজিদে নামাজ বন্ধ হবে না, তবে সংক্ষিপ্ত হবে: ইফা

*