29 C
Dhaka
জুলাই ১৪, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
ফটো গ্যালারী বিনোদন

কান চলচ্চিত্র উৎসব স্থগিত

বিনোদন ডেস্ক: আশঙ্কা ছিল আগেই যে, পূর্ব নির্ধারিত সময়ে হবে না বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব কানের ৭৩তম আসর। সে আশঙ্কায় এবার বাস্তবে রূপ নিলো।

কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বিশ্বের মানব স্বাস্থ্য এখন হুমকির মুখে। তাই ৭৩তম কান চলচ্চিত্র উৎসব পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না।

করোনা পরিস্থিতি বিবেচনা করে কান চলচ্চিত্র উৎসব স্থগিত করা হবে কিনা, এটা নিয়ে সন্দিহান ছিলেন এবারের উৎসব কমিটি। তারা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামি ১০ এপ্রিল এ নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিলো। কিন্তু সারা বিশ্বে করোনার ভয়াবহ ছোবলের কারণে তার আগেই সিদ্ধান্ত জানালেন আয়োজকরা।

করোনার কারণে বন্ধ হয়ে গেছে সিনেমার শুটিং, সিনেমা হল, কনসার্টসহ আসন্ন চলচ্চিত্র উৎসবগুলো। এবার সেই তালিকায় যুক্ত হলো কান চলচ্চিত্র উৎসবের নাম।

আয়োজকরা জানিয়েছেন, জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসবটি স্থগিত থাকবে। এরপর ফ্রান্স সহ সারা বিশ্বের করোনা অবস্থার উপর নির্ভর করবে উৎসবটি কবে হবে!

আসছে ১২ মে থেকে ২৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কানের মর্যাদাপূর্ণ এ আসর।


আরো খবর »

হোম কোয়ারেন্টিনে বলিউড অভিনেত্রী রেখা

উজ্জ্বল

করোনায় আক্রান্ত টলিউড অভিনেত্রী র‍্যাচেল

উজ্জ্বল

এবার করোনায় আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা

উজ্জ্বল