31 C
Dhaka
এপ্রিল ৮, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি

এটিএম বুথ ব্যবহারে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সময়ের সঙ্গে আসছে নতুন নতুন প্রযুক্তি। বাড়ছে প্রতারণা ও হ্যাকিং প্রবণতা। তা্ই এটিএম বুথ ব্যবহারে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে।যাতে হ্যাকাররা আপনার এটিএম কার্ড জাল করে সব টাকা হাতিয়ে নিতে না পারে।

হ্যাকাররা ম্যাসেজ, ফোনসহ আরও বিভিন্ন মাধ্যমে কার্ড জালিয়াতি করে থাকে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও অনেক সময় কার্ড জালিয়াতি করা হয়ে থাকে। এসব থামাতে ব্যাংক কর্তৃপক্ষও হাঁপিয়ে উঠেছে।

এটিএম বুথ ব্যবহারে যে বিষয়গুলো খেয়াল রাখবেন –

১. আপনি যখন এটিএম থেকে টাকা তুলবেন তখন অন্য কেউ যেন সেখানে প্রবেশ না করে।

২. টাকা তোলার সময় অন্য লোকের সাহায্য নেবেন না। এটিএম মেশিনে পিন দেয়ার সময় হাত দিয়ে আড়াল করবেন।

৩. কার্ডে পিন নম্বর লিখবেন না। কাউকে আপনার কার্ড দেবেন না। পিন নম্বর বলবেন না। ব্যাংকের কর্মী, গ্রাহক, কেয়ার স্টাফ বা পরিবারের সদস্যদেরও কার্ড দেবেন না। মনে রাখবেন, কোনও ব্যাংক আপনার কাছ থেকে এ জাতীয় তথ্য জানতে চাইবে না।

৪. নতুন কার্ড নেওয়ার পর পুরনো কার্ড নষ্ট করে ফেলতে হবে।

৫. টাকা তোলার পর স্লিপ সেই এটিএম বুথে ফেলে আসবেন না।এটিতে আপনার অ্যাকাউন্টের তথ্য রয়েছে।

৬. এটিএম মেশিনের স্ক্রিন যতক্ষণ না পুরনো অবস্থায় ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই স্থান ত্যাগ করবেন না।

৭. একটি নির্দিষ্ট সময় পর পর এটিএম কার্ডের পিন পরিবর্তন করা উচিত।

৮. আপনার মোবাইল নম্বর অবশ্যই এসএমএস অ্যালার্টের জন্য ব্যাংকের সঙ্গে যুক্ত করে রাখুন। যাতে কোনও সমস্যা হলে তা দ্রুত ধরা পড়ে।

কর্পোরেট সংভাদ/টিডি


আরো খবর »

হোয়াটস অ্যাপ-এ ভুয়া খবরের ‘সংক্রমণ’ রুখতে নতুন নিয়ম চালু

উজ্জ্বল

অতিকায় গোলাপি চাঁদ কী এবং কীভাবে তা দেখব?

উজ্জ্বল

অনলাইনে ফ্রি ফটোগ্রাফি শেখার সুযোগ দিচ্ছে নিকন

উজ্জ্বল