24 C
Dhaka
এপ্রিল ৩, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শেয়ার বাজার

টপটেন গেইনারে ওষুধ খাতের কোম্পানির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ ফেব্রুয়ারি) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি। টপটেন গেইনার তালিকার ১০টির মধ্যে ৫টিই এ খাতের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড, সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড, বিকন ফার্মা এবং সিলকো ফার্মা লিমিটেড।

তথ্য অনুযায়ী, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল। আজ এ কোম্পানির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২৭ বারে ৬৮ হাজার ৫১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

গেইনারের তালিকার চতুর্থ স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৩৮ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তালিকার পঞ্চম স্থানে রয়েছে সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৮.৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ২০০ বারে ৬০ লাখ ৮৭ হাজার ৬৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভিএফএস থ্রেড ডাইং, কাশেম ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস, বিকন ফার্মা, সিলকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ ও মেট্রো স্পিনিং লিমিটেড।

কর্পোরেট সংবাদ/টিডি


আরো খবর »

পুঁজিবাজার বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত

Tanvina

৩৩ বছরের মধ্যে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় দরপতন

*

ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ৫ এপ্রিল

Tanvina