31 C
Dhaka
এপ্রিল ৮, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি

স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোনে ডিসপ্লে সমস্যার অভিযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্যামসাং কিছুদিন আগেই তাদের প্রথম ফোল্ডিং ফোন চীনে উন্মুক্ত করেছে। ফোনটি মানুষের প্রত্যাশা পূরণে  ব্যর্থ হয়েছে। সম্প্রতি কিছু ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় এই ফোল্ডিং ফোনের ছবি পোস্ট করে অভিযোগ করেছেন এর ডিসপ্লেতে সমস্যা রয়েছে।

জানা গেছে, স্যামসাং কিছু সাংবাদিককে এই ফোন রিভিউ করতে দিয়েছিল। কিন্তু একদিন ব্যবহারের পর তারা দেখে, ফোনটি মাঝখান থেকে ভাঙতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে এই ফোন ২৬ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। তার আগেই এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে স্যামসাংকে।

স্যামসাং জানিয়েছে, ফোনটি একটি স্পেশাল প্রোটেক্টিভ লেয়ারের সাথে তৈরি করা হয়েছে। যাতে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লেকে সুরক্ষিত রাখা যায়। এটি কোনো স্ক্রিন প্রোটেক্টর নয়। তাই এটিকে তোলার চেষ্টা যেন না করা হয়। এই ফোনের বাইরে ৪.৬ ইঞ্চি ডিসপ্লে এবং ভিতরে ৭.৩ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে।

কর্পোরেট সংবাদ/টিডি


আরো খবর »

হোয়াটস অ্যাপ-এ ভুয়া খবরের ‘সংক্রমণ’ রুখতে নতুন নিয়ম চালু

উজ্জ্বল

অতিকায় গোলাপি চাঁদ কী এবং কীভাবে তা দেখব?

উজ্জ্বল

অনলাইনে ফ্রি ফটোগ্রাফি শেখার সুযোগ দিচ্ছে নিকন

উজ্জ্বল