28 C
Dhaka
মার্চ ৩০, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
ফটো গ্যালারী বিনোদন ভিডিও গ্যালারী

কৃতি শ্যাননের বেবিবাম্পের ছবি ফাঁস!

বিনোদন ডেস্ক: বলিউডের উঠতি তারকা কৃতি শ্যানন। সম্প্রতি তার বেবি বাম্পের ছবি ফাঁস হয়েছে, যা নিয়ে গুজবের সৃষ্টি হয়েছে। তবে ঘটনা সত্যি নয়। তার আসন্ন সিনেমা মিমি-র শ্যুটিং চলছে। সেখানেই কৃতি শ্যানন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করছেন।

সেই শুটিংয়েরই একটি ছবি ফাঁস হয়ে গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, নীল-মেরুন রঙের সালোয়ার-কামিজ ও গায়ে লাল সোয়েটার পড়ে সিঁড়িতে বসে রয়েছেন কৃতি। সেখানেই কৃতির বেবি বাম্প দেখা গিয়েছে।

জাতীয় পুরস্কার প্রাপ্ত মারাঠি সিনেমা মালা আই ভেচির রিমেক হল এই মিমি। ছবির পরিচালক লক্ষ্মন উটেকর। জানা গিয়েছে, সিনেমার চরিত্রের জন্য কৃতি ১৫ কেজি ওজন বাড়িয়েছেন। খুব কম সময়ের মধ্যেই বাড়াতে হয়েছে এই ওজন।

তার জন্য প্রচুর পরিমানে ক্যালরি-জাত খাবার খাচ্ছেন। একটি সাক্ষাত্‍কারে কৃতি জানিয়েছিলেন, এই ট্রান্সফরমেশন কেমন হয়, তা দেখতে মরিয়া হয়ে উঠছি। এই চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের ও এটার জন্য আমি সব করতে রাজি রয়েছি।


আরো খবর »

৪ কোটির পর আরো ৫০ লাখ টাকা দিলেন প্রভাস

উজ্জ্বল

৪র্থ পরীক্ষাতেও করোনা পজিটিভ ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা

Tanvina

করোনা আক্রান্তদের সেবায় নার্সের কাজ করছেন বলিউড অভিনেত্রী

উজ্জ্বল