29 C
Dhaka
সেপ্টেম্বর ২৩, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
আন্তর্জাতিক জানা অজানা

দুই ইঁদুরের লড়াই জিতল সেরা ছবির পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের ভূর্গভস্থ পথে খাবার নিয়ে লড়াইয়ে মত্ত রয়েছে দু’টি ইঁদুর। ঠিক সে সময়ের ছবিটি ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রী স্যাম রাওলি। আর এ ছবি দিয়েই স্যাম রাওলি ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম আয়োজিত বছরের সেরা বন্যপ্রাণ আলোকচিত্রী প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতে নিলেন।

এ প্রতিযোগিতায় লুমিক্স পিপলস চয়েজ অ্যাওয়ার্ডকে সেরা হিসেবে ধরা হয়। এটি জিতে প্রতিযোগিতার সেরা হয়েছে দুই ইঁদুরের লড়াইয়ের ছবি।

ছবিটিতে দেখা যাচ্ছে, খাবার নিয়ে লন্ডনের ভূর্গভস্থ পথে লড়াইয়ে মত্ত হয়েছে ইঁদুর দু’টি। ছবিটি তোলেন স্যাম রাওলি। প্রায়  এক সপ্তাহের চেষ্টার পর ছবিটি তুলতে সমর্থ হন তিনি। শেষ পর্যন্ত একটি ইঁদুর খাবারের টুকরোটি ছিনিয়ে নিতে সক্ষম হয়। সেই মুহূর্তের ঠিক আগে ছবিটি তুলে ফেলেন স্যাম।

এই পুরস্কারের জন্য জনতার ভোট চাওয়া হয়। ভোট দিতে বলা হয় ফ্যানদের। এটি ছাড়াও আরও ৪টি ছবিও অত্যন্ত প্রশংসিত হয়েছে। তাদের রানার আপ ঘোষণা করা হয়েছে। সূত্র: বিবিসি

কর্পোরেট সংবাদ/টিডি


আরো খবর »

চাঁদে যাচ্ছেন প্রথম নারী, থাকবেন ৭ দিন

Tanvina

যুক্তরাষ্ট্রে আসছে ‘টুইনডেমিক’ আতঙ্ক

Tanvina

দক্ষিণ লেবাননে শক্তিশালী বিস্ফোরণে বহু হতাহতের শঙ্কা

Tanvina