28 C
Dhaka
ফেব্রুয়ারী ১৭, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
ফটো গ্যালারী বিনোদন ভিডিও গ্যালারী

আদিত্য ও নেহার বিয়ে ১৪ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে সংগীতশিল্পী নেহা কক্করের বিয়ের কথা শোনা যাচ্ছে বহুদিন ধরেই। বিয়ের বিষয়ে নেহা-আদিত্য কিংবা দুই পরিবারের পক্ষ থেকেও খোলসা করে কিছুই জানানো হয়নি। অবশেষে বোন নেহার বিয়ের কথা ঘোষণা করে দিলেন টনি কক্কর।

সম্প্রতি টনি কক্করের একটি মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে আদিত্যকে নিয়ে গিয়েছিলেন নেহা। এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন ভাই-বোন জুটি (নেহা ও টনি)। তবে মিউজিক ভিডিওটির দৃশ্যে নেহার সঙ্গে আদিত্যকেও দেখা যাবে।

আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘গোয়া বিচ’ শিরোনামের মিউজিক ভিডিওটি। সেটির প্রচারেই মজা করে টনি নেহাকে দেখিয়ে বলেন, ‘১৪ ফেব্রুয়ারি তো এর বিয়ে, তবে যতদিন ইনি সিঙ্গেল থাকেন, তার মধ্যে ওকে দিয়ে আমার সিঙ্গেলসের জন্য শ্যুট করিয়ে নিই।’ তাদের কথাবার্তার এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন টনি কক্কর।

আরো খবর »

চিত্রনায়ক মান্নার ১২তম মৃত্যুবার্ষিকী আজ

*

লন্ডনের চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’

Tanvina

মায়ের মতোই হতে চান সাইফকন্যা সারা

Tanvina