30 C
Dhaka
অগাস্ট ১২, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
অর্থ-বাণিজ্য আর্কাইভ

ভারত পেঁয়াজ দিতে চাইলে বিবেচনা করব: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বাংলাদেশ। তবে প্রস্তাব পেলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এখনো অফিসিয়ালি কোনো প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ভারত যে দামে পেঁয়াজ আমদানি করেছে তার চেয়েও কম দামে বাংলাদেশকে দিতে চাচ্ছে বলে খবর শোনা যাচ্ছে- এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রাইস (দাম) কী সেটা ম্যাটার না। আমরা অফিসিয়ালি এ রকম কোনো প্রপোজাল (প্রস্তাব) পাইনি। তাছাড়া এটা আমাদের কনসিডারেশনে (বিবেচনা) নেই। এ ধরনের প্রস্তাব এলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েই আসবে।

যদি প্রস্তাব আসে তাহলে সরকার কী করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রপোজাল আসলে দেখে বিবেচনা করব, কী ধরনের প্রপোজাল। কিন্তু আমরা তো এখন নিজেরাই সরাসরি আমদানি করছি। তারপরও যদি সুইটেবল হয় দেখা যাবে। বাট, এখন আমাদের এটা কনসিডারেশনে নেই।


আরো খবর »

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

**

বাফুফে নির্বাচন ৩ অক্টোবর

*

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ওরিক্স বায়ো-টেক

Tanvina