32 C
Dhaka
অগাস্ট ৯, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
অর্থ-বাণিজ্য

সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেসের নতুন সেবা

নিজস্ব প্রতিবেদক : সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশে তাদের যৌথ উদ্যোগের ১০ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে গত শুক্রবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু-তে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সিটি ব্যাংক নতুন কিছু সেবা চালুরও ঘোষণা দিয়েছে।

নতুন কার্ডসেবা হিসেবে ‘সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে। দেশ-বিদেশে ব্যবহারোপযোগী এই সেবাটি করপোরেট হাউজের গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। কারণ এতে থাকছে অল-ইন-ওয়ান প্রিপেইড সল্যুশন, যা গ্রাহকদের জন্য হবে দারুণ সাশ্রয়ী সেবা। জানুয়ারি থেকে চালু হবে এই কার্ডসেবা।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমেই বাংলাদেশের বাজারে কার্ডসেবায় নতুনধারা তৈরি হয়েছে। অ্যামেক্সের নানা ফিচার গ্রাহকদের জীবন সহজ করে দিয়েছে। সবমিলিয়ে অ্যামেক্স ডিজিটাল সেবার দিকে সবাইকে ধাবিত করতে সক্ষম হয়েছে। এভাবে অ্যামেক্স বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটির পথে নিতে অবদান রাখছে।’

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘১০ বছরের দীর্ঘ পথে নিত্যনতুন সেবা দেওয়ার মাধ্যমে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং খাতে অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। অ্যামেক্স সিটি ব্যাংকের স্বকীয়তার বড় এক পালক হিসেবে যুক্ত হয়েছে বলে আমরা মনে করি। আমাদের এক দশকের অংশীদারিত্ব স্মরণীয় রাখতে প্রিপেইড কার্ড চালু করছি। এটি বিশ্বজুড়েই প্রেস্টিজিয়াস এক ব্র্যান্ড। এই সেবা বহু মানুষের কাছে পৌঁছে যাবে।’


আরো খবর »

নতুন অর্থবছরে পাট রপ্তানিতে প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ

Tanvina

বিকাশের অ্যাডমানিতে যুক্ত হলো নতুন ৭ ব্যাংক

Tanvina

বাংলাদেশে প্লাস্টিক পণ্যের বাজারের আকার হবে ১০ বিলিয়ন ডলার

Tanvina