17 C
Dhaka
জানুয়ারী ২৮, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শেয়ার বাজার

এএফসি এগ্রোর প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদন অনুযায়ী কোম্পানির  শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টম্বর’১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের বছরেরএকই সময়ে ইপিএস ছিলো ৮৪ পয়সা।সে হিসেবে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ০.২৯ টাকা।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৪ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৬৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৪৭ লাখ ৪২ হাজার । এর মধ্যে ৩০ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ০৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩০ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

কর্পোরেট সংবাদ/টিডি/

আরো খবর »

২৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

*

অ্যাপেক্স ট্যানারির দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ১৯১ শতাংশ

Tanvina

যমুনা অয়েলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

Tanvina