31 C
Dhaka
জুলাই ৫, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শেয়ার বাজার

বিএসইসিতে ‘বাংলাদেশে গ্রিন বন্ডের পরিচিতি’ শীর্ষক সেমিনার বুধবার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ মেয়াদে টেকসই উন্নয়নের জন্য দেশে গ্রিন বন্ডকে পরিচিত করতে ‘বাংলাদেশে গ্রিন বন্ডের পরিচিতি’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস মিলনায়নে সকাল ১১টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতি করবেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

সেমিনারে বিএএসএম এর প্রতিনিধি মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে রেগুলেটরদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্ভাব্য ইস্যুয়ার এবং মার্কেট ইন্ডারমিডিয়ারির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সেমিনার প্রসঙ্গ নাম প্রকাশে অনিচ্ছুক বিএএসএম’র এক কর্মকর্তা জানান, বাংলাদেশে গ্রিন বন্ড এখনও পরিচিত নয়। অথচ গ্রিন বন্ডের বাজার আন্তর্জাতিক বিশ্বে অনেক দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমারে দেশে এ বন্ডের আকার ও পরিচিতি বাড়াতে বিএএসএম সেমিনারের আয়োজন করছে। এ বন্ডের আকার বাংলাদেশে বৃদ্ধি পেলে দীর্ঘ মেয়াদে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্রিন বন্ড হলো ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, যা জলবায়ু বা টেকসই পরিবেশ উন্নয়নের উদ্দেশ্যে ইস্যু করা হয়। গ্রিন বন্ড আন্তর্জাতিক বিশ্বে ক্লাইমেট বন্ড নামেও পরিচিত। মূলত জলবায়ু পরিবর্তন ইস্যুতে এ ধরণের বন্ড ছাড়া হয়ে থাকে। দ্রুত গতিতে এ বন্ডের আকার বৃদ্ধি পাচ্ছে।

২০০৭ সালে ইউরোপে জলবায়ু সচেতনতা বন্ডের আওতায় ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মাধ্যমে প্রথম গ্রিন বন্ড ইস্যু করা হয়। বন্ডটি করা হয়েছিল নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অংশ হিসেবে। বিশ্ব ব্যাংক ২০০৮ সালে ৬ বছর মেয়াদে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের বন্ড ইস্যু করে। আর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ২০১৩ সালে প্রথম ১ বিলিয়ন ডলারের বন্ড ইস্যু করে।

কর্পোরেট সংবাদ/এনটি/


আরো খবর »

কুইন সাউথ টেক্সটাইলের ৩য় প্রান্তিক প্রকাশ

Tanvina

পুঁজিবাজারে লেনদেন হবে পারপিচুয়াল বন্ড

Tanvina

সিভিও পেট্রোর কনডেনসেট সরবরাহ বন্ধ থাকবে ৩ মাস

Tanvina