29 C
Dhaka
জুলাই ১৪, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
জাতীয় শিরোনাম শীর্ষ সংবাদ

শাহ আমানতে বিমান উঠানামা বন্ধ

airport-20180927065740

নিজস্ব প্রতিবেদক :  ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে আজ শনিবার বিকেল ৪টা থেকে ১৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল অপারেশনাল কার্যক্রম।পরিস্থিতি অনুকূলে আসলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার ই আলম জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময়ে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার বিকেল চারটা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত ফ্লাইট ওঠানামাসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সকাল থেকে বিমান বন্দরে ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, বিকেল চারটা পর্যন্ত শিডিউল অনুযায়ী সকল ফ্লাইট উঠানামা করবে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তর প্রচারিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ সন্ধ্যা নাগাদ সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করার কথা রয়েছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারি থেকে অতি ভারি বর্ষণসহ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আরো খবর »

করোনায় সুস্থতা ১ লাখ ছাড়িয়েছে, আক্রান্ত ১,৯০,০৫৭ জন

*

চিরনিদ্রায় শিল্পপতি নুরুল ইসলাম বাবুল

*

রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি

**