19 C
Dhaka
নভেম্বর ১৯, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি

প্রকাশ্যে এল মহাকাশে তোলা প্রথম সেলফি

ডেস্ক রির্পোট: প্রথম মহিলা হিসেবে ‘স্পেসওয়াক’ করে ইতিহাস গড়েছেন দিন কয়েক আগেই। মহাকাশে ভাসতে ভাসতে বেশ কয়েকটি সেলফিও তুলেছিলেন নাসার নভোচর ক্রিস্টিনা কোখ এবং জেসিকা মেয়ার! পৃথিবী থেকে ৪০২ কিলোমিটার উপরে তোলা সেই সেলফি প্রকাশ্যে এনেছেন তাঁরা।

মহাকাশচারীদের সঙ্গে থাকা ক্যামেরায় একটা-দু’টো নয়, পর পর বেশ কয়েকটি ছবি ওঠে তাঁদের। স্পেস স্টেশনের বাইরে থাকা একটি চার্জ-ডিসচার্জ ইউনিটের ব্যাটারি পাল্টানোর সময় উঠে যায় ছবিগুলো। মোট সাত ঘণ্টা ৩৩ মিনিট মহাকাশে কাটিয়েছিলেন তাঁরা। ১৮ অক্টোবর স্পেসওয়াকের সেই ঐতিহাসিক ঘটনাটি ‘লাইভ স্ট্রিম’ করে দেখানো হয় নাসা-র পক্ষ থেকে।

‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’-এ যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে উপস্থিত নভোচরদেরই তা সারাতে হয়। নাসা সূত্রে খবর, স্পেস স্টেশনটির পিছন দিকে পি৬ ট্রুসে মেরামতির কাজ করছিলেন কোখ এবং মেয়ার।

মহাকাশে সেলফির ঘটনাকে পণ্য বিপণনেও কাজে লাগাচ্ছে ফোন নির্মাতা একটি স‌ংস্থা। বিশাল হিলিয়াম বেলুনে ৬৫,০০০ ফুট উঁচুতে একটি ফোন পাঠিয়ে সেখানকার ছবি তোলা হবে। যা মিশিয়ে দেওয়া হবে মাটিতে তোলা সেলফির সঙ্গে।
সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন: মুজিববর্ষ উপলক্ষে ল্যান্ড ফোনের সংযোগ ফি মওকুফ

আরো খবর »

অজানা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ-এ ভিডিও এলেই সাবধান!

*

বাজারে আসছে ফোল্ডেবেল ডিসপ্লে যুক্ত মটো রেজার

*

আত্মহত্যা ঠেকাবে দূর থেকে নিয়ন্ত্রিত প্রযুক্তি

*