20.3 C
Dhaka
নভেম্বর ১২, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
আর্কাইভ খেলাধূলা

‘দ্যা হান্ড্রেড’ এ দল পাননি বাংলাদেশের কেউই

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে ২০২০ সালের ১৭ জুলাই শুরু হবে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। রোববার রাতে হয়ে গেল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। এতে দল পায়নি বাংলাদেশের কোনও ক্রিকেটার।

‘দ্য হান্ড্রেড’ নিয়ে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানরা ছিলেন আলোচনায়। শুরু থেকেই এই তিন টাইগার তারকার নাম ছিল তালিকায়। এরপর যোগ হয় মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনির নাম। যদিও কাউকেই নিতে আগ্রহ দেখায়নি ফ্রাঞ্চাইজিরা।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত এই টুর্নামেন্টের ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে সাকিব ও তামিমের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড। ৬০ হাজার পাউন্ড ছিল মুস্তাফিজের ভিত্তিমূল্য। মুশফিক, লিটন ও ইমরুলের ভিত্তিমূল্য ধরা হয় ৪০ হাজার পাউন্ড। এছাড়া রিয়াদ, মিথুন, সাইফউদ্দিন, রনি ও তাসকিনের ছিল না কোনও ভিত্তিমূল্য।

এদিকে দল পাননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও লাসিথ মালিঙ্গার মতো বড় নামগুলোও।

প্রিন্ট করুন প্রিন্ট করুন

আরো খবর »

গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর

*

প্রতি ইউনিট বিদ্যুত উৎপাদনে ব্যয় ৬ টাকা ১ পয়সা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

*

বুলবুলে ক্ষয়-ক্ষতি নিরুপণে সুন্দরবনে পর্যটনে নিষেধাজ্ঞা

*