27 C
Dhaka
মে ২৭, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
অর্থ-বাণিজ্য কর্পোরেট সংবাদ ভিডিও গ্যালারী

মেম্বারদের জন্য প্রতিমাসে সেমিনার করবে আইআইএবি

নিজস্ব প্রতিবেদক:  দি ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস্ বাংলাদেশ (আইআইএবি) তাদের মেম্বারদের জন্য প্রতিমাসে একটা করে সেমিনারের আয়োজন করবে। এ সেমিনারের মাধ্যমে মেম্বারদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় কাকরাইলস্থ অডিট ভবনের এফকেএমএ বাকী অডিটরিয়ামে আইআইএবি আয়োজিত ‘ডিসরুপটিভ ইনোভেশন এন্ড ইনটারনাল অডিটরস’ শীর্ষক সিপিই সেমিনারে এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে আরো বলা হয় এ বিষয়ে একটি কমিটিও ইতিমধ্যে গঠন করা হয়েছে। কমিটির ট্রেজারের দায়িত্বে আছেন অমিতাব সাহা এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন মো: নুরুল আলম।

এ অনুষ্ঠানে স্পিকারের দায়িত্ব পালন করেন বোর্ড মেম্বার আদিল ইফতেখার। তিনি আইআইএবি এর প্রায় ৩২০ জন মেম্বার রয়েছে। এসব মেম্বারদের জন্য প্রতিমাসে সেমিনারের মাধ্যমে মেম্বারদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। মেম্বারদের গ্লোবাল সার্টিফিকেট প্রদান করবে। সিআইএ সার্টিফিকেট নিয়ে বিদেশেও ভালো জব করতে পারবে। বাংলাদেশে ইন্টারনাল অডিট পেশাকে শক্তিশালী করার লক্ষ্যে আইআইএবি তাদের সকল মেম্বারদের নিয়ে সিপিই প্রোগরাম চালিয়ে যাবে। আইআইএবি ইন্টারনাল অডিট পেশার বিকাশে শক্তিশালী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-


আরো খবর »

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর

*

শিশুদের ঈদ অনুভূতি নিয়ে লেখা আহ্বান করেছে সৃষ্টিশীল প্রতিষ্ঠান ‘এ্যালাইভা’

উজ্জ্বল

যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিই রফতানি করেছে বাংলাদেশ

*