27 C
Dhaka
মে ২৭, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
আর্কাইভ ফটো গ্যালারী বিনোদন ভিডিও গ্যালারী

  গ্যাংস্টার হবেন আমির

বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমির খান। বলিউড ও হলিউড দুটোতেই দর্শকের মন জয় করে নিয়েছেন। তার হাতে যে কাজটি থাকবে সেটি ছাড়া অন্য কোনো কাজে মনোযোগ দিবেন না, এটা আমির খানের নীতি। কিন্তু সম্প্রতি জানা গেল, তিনি একই সঙ্গে তিনটি সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিয়েছেন। হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিংহ চাড্ডা’য় অভিনয় করছেন তিনি। এরপর গুলশান কুমারের বায়োপিক ‘মুঘল’ করার কথা রয়েছে। আবার টি সিরিজের প্রতিষ্ঠাতার জীবনীর আগে দক্ষিণী ছবি ‘বিক্রম ভেদা’র হিন্দি রিমেকে অভিনয় করবেন তিনি। এর মূল সিনেমাতে বিজয় সেতুপতি গ্যাংস্টারের চরিত্রটি করেছিলেন। এবার সেই চরিত্রে দেখা যাবে আমিরকে। পুলিশ অফিসারের চরিত্র করেছিলেন আর মাধবন। সেটি করার কথা সাইফ আলী খানের। ‘বিক্রম বেদা’র পরিচালক পুষ্কর ও গায়ত্রীই হিন্দি রিমেকটি পরিচালনা করবে। পরিচালক নিরাজ পাণ্ডে রয়েছেন চিত্রনাট্যের দায়িত্বে। আমিরের চরিত্রের প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল শাহরুখ খানের কাছে। তবে তিনি না করে দিয়েছেন। আগামী বছরের এপ্রিলে সিনেমা ফ্লোরে যাবে বলে শোনা যাচ্ছে। ‘বিক্রম ভেদা’ সিনেমাতে আমির ও সাইফ করছেন এ খবর আনুষ্ঠানিকভাবেই আগে জানানো হয়েছিল। তবে ‘মুঘল’-এর আগে এ সিনেমা শুটিং ফ্লোরে যাচ্ছে- এটাই নতুন খবর। আমির খান এর আগে দক্ষিণী সিনেমা ‘গজিনি’র হিন্দি রিমেকে অভিনয় করেছেন। ওই সিনেমা তার ক্যারিয়ারে নতুন বাঁক তৈরি করে দিয়েছে। এটি ছিল বলিউডের প্রথম শত কোটি ক্লাবের সিনেমা।


আরো খবর »

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর

*

তৃতীয় বিয়ে করেছেন গায়ক নোবেল!

Tanvina

যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিই রফতানি করেছে বাংলাদেশ

*