26 C
Dhaka
মে ২৮, ২০২০
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
আর্কাইভ বিনোদন ভিডিও গ্যালারী

আজ মঞ্চে নাট্যচক্রের ‘ভদ্দরনোক’

বিনোদন ডেস্ক: গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৯’। এ উৎসব উপলক্ষে আজ মঞ্চস্থ হবে নাট্যচক্রের আলোচিত নাটক ‘ভদ্দরনোক’। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে এটি। ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য বুর্জোয়া জেন্টেলম্যান’ অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন গোলাম সারোয়ার। নির্দেশনায় রয়েছেন সানাউল্লাহ হক। নির্দেশক সানাউল্লাহ হক বলেন, ‘ভদ্দরনোক’ হাস্যরসে ভরপুর জনপ্রিয় একটি নাটক। এতে দেখানো হয়েছে সমাজে হঠাৎ গজিয়ে ওঠা বিত্তবানেরা অর্থপ্রাপ্তিতে বেসামাল হয়ে নিজেদের কুলীন প্রমাণের জন্য নগর জীবনের ফাঁপা সংস্কৃতির গড্ডালিকা প্রবাহে কীভাবে গা ভাসিয়ে দেয়। নাটকটির পরিবেশ শহরকেন্দ্রিক। নাটকের কিছু সংলাপে কাল্পনিক কুয়েতি ভাষা ব্যবহার করা হয়েছে। নাটকটির মূল বক্তব্য হলোÑজীবনের সবুজ ও সুন্দর দিক তুলে ধরা ও জীবনের গতিশীল বুদ্ধিকে শানিত করা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ম হামিদ, মাহমুদ সাজ্জাদ, রবিউল মাহমুদ, তনিমা হামিদ, মানজুরুল আলম, ফাল্গ–নি হামিদ প্রমুখ। এটি নাট্যচক্রের ২৭তম প্রযোজনা।


আরো খবর »

ইউনাইটেড হাসপাতালে আগুন, ৫ করোনা আক্রান্তের মরদেহ উদ্ধার

*

ইয়ামাহা রাইডার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো “ঈদ মিউজিক্যাল নাইট”

উজ্জ্বল

অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতির শোক

*