26.9 C
Dhaka
নভেম্বর ১৯, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
আন্তর্জাতিক আর্কাইভ ভিডিও গ্যালারী

ছিনতাইকারীকে আটকে বেধড়ক পেটালো মা-মেয়ে

রাস্তা পার হতে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মা-মেয়ে। এমন সময় মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ছিনতাইকারী এসে ওই মায়ের গলার নেকলেস টান দিয়ে পালাতে চেষ্টা করে। এসময় ঘাবড়ে না গিয়ে ছিনতাইকারীকে আটকে ফেলে মা-মেয়ে। এরপর ছিনতাইকারীকে শুরু হয় বেধড়ক পিটুনি। পুরো ঘটনা রেকর্ড হয়েছে সিসিটিভিতে। এই ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। খবর এনডিটিভির।

সিসিটিভির ফুটেছে দেখা যায়, ওই নারীর নেকলেস নিয়ে মোটর সাইকেলে করে পালাতে শুরু করলে মা-মেয়ে ছিনতাইকারীর হাত ধরে ফেলে। এরপর একপর্যায়ে ওই দুই ছিনতাইকারী মোটরসাইকেল থেকে পড়ে যায়। তবে এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আশেপাশে থাকা লোকজনও এগিয়ে আসে। শুরু হয় ছিনতাইকারীকে বেধড়ক পিটুনি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ৩০ আগস্ট ঘটেছে এই ঘটনা। পুলিশ পলাতক ছিনতাইকারীকেও পরবর্তীতে গ্রফতার করে। পুলিশ পরবর্তীতে তদন্তে জানায়, ওই দুই ছিনতাইকারীর নামে বহু অপরাধমূলক মামলা রয়েছে।

আরো খবর »

মেয়ের বাবা হলেন তামিম ইকবাল

*

নিরব-বুবলীর ক্যাসিনো

*

র‍্যাম্প মাতালেন রানু মণ্ডল

*