27.1 C
Dhaka
ডিসেম্বর ৬, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি শিরোনাম

দেশের বাজারে নতুন দুই নকিয়া ফোন

Nokia

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে এলো নকিয়া ৩.২ ও নকিয়া ২.২ মডেলের দু’টি স্মার্টফোন। মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে স্মার্টফোন দুটির বিপণনের ঘোষণা দেয় নকিয়ার নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ, মার্কেটিং লিড ইফফাত জহুর, ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির প্রমুখ।

নকিয়া ২.২ মডেলের ফোনে রয়েছে বায়োমেট্রিক ফেস আনলক, এআইইমেজিং, সেলফি নচ, গুগল লেন্স এবং ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন। এতে আরও থাকছে কোয়াড কোর মিডিয়াটেক এ২২ চিপসেট। দুই দিনের ব্যাটারি লাইফসহ ৬ দশমিক ২৬ ইঞ্চির পর্দার নকিয়া ৩.২ স্মার্টফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এই ফোনে থাকছে নোটিফিকেশন লাইট। সেটটিতে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে যার মাধ্যমে চোখের ওপর বাড়তি চাপ ছাড়াই মুভি, টিভি শো কিংবা অনলাইন স্ট্রিমিং দেখা যাবে। নকিয়া ৩.২ স্মার্টফোনটি পাওয়া যাবে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি মেমরিসহ।

সেট ‍দুটির দাম যথাক্রমে নকিয়া ৩.২ (৩/৩২ জিবি) ১৩ হাজার ৪৯৯, নকিয়া ২.২ (২/১৬ জিবি) ১০ হাজার ৯৯৯ এবং নকিয়া ২.২ (৩/৩২জিবি) সেট ১২ হাজার ৯৯৯ টাকায়।

আরও পড়ুন: ফাইভ জি নেটওয়ার্ক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?

আরো খবর »

ভারতের ৩শ’ ৮০জন সৈন্যকে সম্মাননা দেবে বাংলাদেশ সরকার : পররাষ্ট্রমন্ত্রী

*

বিএসএমএমইউর চিকিৎসকদের ঘাড়ে কয়টা মাথা: ফখরুল

*

কোটিপতি পিয়ন ইয়াছিন আটক

*