25.1 C
Dhaka
নভেম্বর ১৫, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

এবার হৃত্বিকের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা

হৃত্বিক ও দীপিকা

বিনোদন ডেস্ক: এবার হৃত্বিক রোশনের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে রণবীর ঘরণী দীপিকাকে। সৌজন্যে ৮ এর দশকের ‘সত্তে পে সত্তা’র রিমেক। যদিও আপাতত এই ছবির জন্য অভিনেতা-অভিনেত্রীদের নাম নির্মাতাদের তরফে এখনও ঘোষণা করা হয়নি।

বহুদিন ধরে অমিতাভ বচ্চন- হেমা মালিনী অভিনীত ১৯৮২-র ছবি ‘সত্তে পে সত্তা’র রিমেকের কথা শোনা যাচ্ছিল। রোহিত শেট্টি, ফারহা খানের এই ছবি অমিতাভ-হেমার জায়গায় বলিউডের কোন তারকা জুটিকে দেখা যাবে তা নিয়ে জল্পনা চলছিলই। প্রথমে অমিতাভের জায়গায় শাহরুখের নাম শোনা গিয়েছিল। পরে আবার অক্ষয়ের নামও শোনা যাচ্ছিল। তবে ‘সূর্যবংশী’ ছবি নিয়ে রোহিত ও অক্ষয়ের মধ্যে বিবাদ এখন চরমে। তাই অক্ষয়ের নাম আগেই বাতিল হয়ে যায়। অন্যদিকে ‘দিলওয়ালে’ ছবির পর থেকে রোহিতের সঙ্গে শাহরুখের সম্পর্কও বিশেষ ভালো নয়। পাশাপাশি রোহিতের সঙ্গে ফ্লপ ছবি করার পর তাঁর ছবিতে কাজ করতে চাইছেন না সলমনও।

এদিকে ‘পিঙ্কভিলা’তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই ছবির জন্য হৃত্বিক রোশনকে বেছে নিয়েছেন পরিচালক ফারহা খান। ইতিমধ্যেই নাকি ফারহার সঙ্গে এবিষয়ে হৃত্বিকের কথাও হয়ে গিয়েছে। তবে সামনে হৃত্বিকের ‘সুপার ৩০’র রিলিশ, তাই এই মুহূর্তে যাতে সেই ছবি থেকে নজর না ঘুরে যায় তাই এবিষয়ে এখনই প্রকাশ্যে কোনও কথাই বলতে চাইছেন না হৃত্বিক।

অন্যদিকে হেমা মালিনীর জায়গায় ফারহা ও রোহিত দুজনেরই পছন্দ দীপিকাকে। সৌন্দর্য থেকে ফিটনেস সবকিছুইতেই এই চরত্রের জন্য দিপ্পিই নাকি ফিট বলে মনে করছেন ফারহা। সবমিলিয়ে আপাতত ‘সত্তে পে সত্তা’র রিমেকের জন্য আপাতত হৃত্বিক-দীপিকা জুটিই চূড়ান্ত হয়েছে বলে খবর। সবকিছু যদি ঠিক থাকে তাহলে এই রোহিত শেট্টা প্রযোজিত, ফারহা খান পরিচালিত এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক-দীপিকা।

তবে এই মুহূর্তে দীপিকা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ছপাক’ ও ’83’ নিয়ে, অন্যদিকে হৃত্বিকও বহুদিন পর ‘সুপার 30’ দিয়ে পর্দায় ফিরছেন। তাই আপাততদীপিকা-বা হৃত্বিক কেউই ‘সত্তে পে সত্তা’ নিয়ে কথা বলতে চাইছেন না।সূত্র-জি নিউজ।

আরও পড়ুন:

প্রমাণের অভাবে মুক্তি পেলেন তনুশ্রীর অভিযুক্তরা

বিলাসবহুল ভ্যানিটি ভ্যান কিনলেন আল্লু অর্জুন

২০০ কোটি পাচ্ছেন সালমান

প্রিন্ট করুন প্রিন্ট করুন

আরো খবর »

বিয়ে করলেন কিশোর-স্নিগ্ধা

*

ফের রকের মৃত্যু গুজব

*

ছাড়পত্র পেল ‘গহীনের গান’

*