25.1 C
Dhaka
নভেম্বর ১৫, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
লীড নিউজ শিরোনাম শেয়ার বাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রানার অটোমোবাইলস

Runner

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে রানার অটো মোবাইলস লিমিটেড। সূত্র: ডিএসই।

সূত্র মতে, গত সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২ লাখ ২৪ হাজার ৫১৪টি শেয়ার ৫৪ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের দুই দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১০ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ শেষদিনে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ৬৫ শতাংশ বা দুই টাকা ৯০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৬ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়। শেয়ারটির সমাপনী দরও দাঁড়িয়েছে ১০৬ টাকা ৪০ পয়সা। ওইদিন কোম্পানিটির শেয়ারদর সর্বনিন্ম ১০৫ টাকা থেকে সর্বোচ্চ ১১৪ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। আর গত এক বছরে শেয়ারটির দর ৭৭ টাকা ৭০ পয়সা থেকে ১১৪ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

‘এন’ ক্যাটেগরির রানার অটোমোবাইলস লিমিটেড ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০৮ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫৬১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা।

কোম্পানিটির মোট ১০ কোটি ৮১ লাখ ৩৩ হাজার ২৬৯টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৫০ দশমিক চার শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৬ দশমিক ৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য চার শতাংশ এবং ২৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

আরও পড়ুন: সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

প্রিন্ট করুন প্রিন্ট করুন

আরো খবর »

দেশে ফিরেছেন নির্যাতিতা সেই সুমি

*

ঘুষ ঝুঁকিতে বাংলাদেশ প্রথম!

*

প্রথম দিনে ৩শ’ ২৩ কোটি টাকার কর রাজস্ব আয়

*